ভাইয়ের নির্বাচনী প্রচারণায় জর্জ ডব্লিউ বুশ


প্রকাশিত: ০৫:৩৮ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে অপছন্দনীয় প্রেসিডেন্ট হিসেবে সাত বছর আগে ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন জর্জ ডব্লিউ বুশ। দীর্ঘদিন পর আবারো রাজনীতির মাঠে দেখা গেছে তাকে।

প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনয়নপ্রার্থী ছোট ভাই জেব বুশের হয়ে নির্বাচনী প্রচার চালিয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট। শনিবারের প্রাইমারি নির্বাচনকে সামনে রেখে সোমবার দক্ষিণ ক্যারোলিনায় ছোট ভাই জেব বুশের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তিনি।

জর্জ ডব্লিউ বুশের উত্তরাধিকারী জেব বুশ রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের ক্রুদ্ধ আক্রমণের শিকার হয়েছেন। সাবেক ফ্লোরিডা গর্ভনর জেব বুশ নির্বাচনী প্রচারণার জন্য অনেক অর্থ ব্যয় করেছেন। কিন্তু অর্থ ব্যয় করেও তেমনভাবে সফল হতে পারেননি জেব বুশ।

আগের দুই রাজ্য নিউ হ্যাম্পশায়াল ও আইওয়ায় পরাজিত হয়েছেন জেব বুশ। আইওয়ায় ডোনাল্ড ট্রাম্পের কাছে এবং নিউহাম্পাশায়ারে টেক্সাস সিনেটর টেড ক্রুজের কাছে পরাজিত হয়েছেন তিনি।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।