কাব্য নিয়ে শারমীন দিপু


প্রকাশিত: ০৮:১৭ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

ভালোবাসা দিবসে ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে শারমিন দিপুর প্রথম একক ‘কাব্য’। তিনটি ডুয়েট এবং ৫টি এককসহ মোট ৮টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি।

গানগুলো লিখেছেন মিলন মাহমুদ, কাবন্দ রাইহান, ইকবাল খন্দকার, শিহাব রিপন ও মাহমুদ শাওন। গান গেয়েছেন মিলন মাহমুদ, বেলাল খান এবং প্রতীক হাসান।

সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু, প্রীতম হাসান, শিহাব রিপন ও শচি শামস।

পাশাপাশি ভালোবাসা দিবস উপলক্ষে মাহমুদ শাওনের লেখা ও শচি শামসের সুরে ‘দূরে যেও না’ গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছে ঈগল মিউজিক। গানটিতে কন্ঠ দিয়েছেন মিলন মাহমুদ ও শারমিন দিপু।

এই গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবেও একসাথে দেখা যাবে এই দুইজনকে। ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। মিউজিক ভিডিওটি শিগগিরই দেখা যাবে ঈগল মিউজিক এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল-এ।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।