ডলফিনের সঙ্গে মুশফিকের দোস্তি


প্রকাশিত: ১১:৫৪ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

পোষ্য পাখি কিংবা প্রাণীর সঙ্গে দোস্তি হতে পারে। কিন্তু কখনও কোন মাছের সঙ্গে দোস্তি! সেটাও কী সম্ভব! অথচ কত সুন্দরভাবেই না বাংলাদেশ জাতীয় দলের উইকেরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম দোস্তি করে ফেললেন একটা ডলফিনের সঙ্গে! আরব আমিরাতে পাকিস্তান সুপার লিগ খেলতে গিয়ে হোটেল আটলান্টিসের সুইমিংপুলে ডলফিনের সঙ্গে বেশ সময় কাটালেন মুশফিক। ছবিও তুললেন। সেই ছবি আবার পোস্ট করে দিলেন ফেসবুকে, নিজের অফিসিয়াল পেজে।

বাংলাদেশ দলের মিস্টার ডিপেন্ডেবল। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার কারণে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে অন্যতম ভরসা হয়ে উঠেছেন মুশফিক। যে কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসরেই সুযোগ পেয়ে গেলেন করাচি কিংসের হয়ে খেলার জন্য। যদিও আরব আমিরাতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রথম চারটি ম্যাচ মুশফিককে কাটাতে হয়েছে সাইডলাইনে বসে থেকেই।

দলের পঞ্চম ম্যাচে এসে সুযোগ পান তিনি। যদিও, প্রথম দুটি ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেরনি তিনি। শেষ ম্যাচে এসে ৩৩ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন মুশফিক। তবে, মাঠে খেলতে পারুক আর না পারুক, মাঠের বাইরে যে তিনি বেশ মৌজ-মাস্তিতে রয়েছেন, সেটা তার ফেসবুক পেইজ খুললেই বোঝা যায়। সর্বশেষ দেখা গেলো, হোটেল আটলান্টিসের সুইমিং পুলে ডলফিনের সঙ্গে ছবি তুললেন তিনি।

Capture

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।