বইমেলায় শান্তনু চৌধুরীর উপন্যাস নারীসঙ্গ


প্রকাশিত: ১০:৫২ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

অমর একুশে গ্রন্থমেলা’ ২০১৬ উপলক্ষে প্রকাশ হলো শান্তনু চৌধুরী’র উপন্যাস নারীসঙ্গ। বইটি পাওয়া যাচ্ছে উৎস প্রকাশন-এর স্টলে ( সোহরাওয়ার্দী উদ্যান, স্টল নম্বর : ৫০৫-৫০৬-৫০৭-৫০৮)। প্রচ্ছদ এঁকেছেন প্রবাসী শিল্পী জাহেদুর রহমান রবিন। দাম রাখা হয়েছে ১৫০ টাকা।

শান্তনু চৌধুরী উপন্যাস প্রসঙ্গে বলেছেন, ‘নারী, একজন মানুষের জীবনে কতো ধারা-উপধারায় নদীর মতো প্রবাহিত হতে পারে, তারই একটা ছোট আখ্যান এটি। এই নারীরা যেমন আমাদের সমাজের, তার কাছে যাওয়া, কাছে পাওয়ার ব্যাকুলতা বা লোলুপতা নিয়ে যারা বসে আছে তারাও আমাদের কাছেরই মানুষ। উপন্যাসটি এই মানুষগুলোর পরিচয় তুলে ধরার প্রয়াস মাত্র। এই বইয়ে বেশ কিছু বার্তা রয়েছে আমাদের সময় ও সমাজের জন্য।’

পাহাড়ের খাঁজে খাঁজে গড়ে উঠা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রাতিষ্ঠানিক নৈসর্গিক পাঠ শেষে এখন শান্তনু চৌধুরী  চেষ্টা করছেন স্বশিক্ষিত হওয়ার। কাগুজে, অন্তর্জালিক, শ্রুতিনির্ভর ও দৃশ্যমান সংবাদ মাধ্যমে কাজ করেছে শান্তনু। বর্তমান ব্যস্ততা সময় টিভির অন্দরমহলে, যুগ্ম-বার্তা সম্পাদক হিসেবে।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।