থাই নৌবাহিনীর জাহাজডুবি, নিখোঁজ বহু নাবিক

থাইল্যান্ডের নৌবাহিনীর একটি জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। তীব্র ঝড়ের কারণে থাইল্যান্ড উপসাগরে এ দুর্ঘটনা ঘটে। এতে বহু নাবিক নিখোঁজ রয়েছেন। এরই মধ্যে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে ঘটনাস্থলে হেলিকপ্টার, প্লেন ও জাহাজ পাঠিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর আল-জাজিরার।
রয়েল থাই নেভি জানিয়েছে, এইচটিএমএস সুখোথাই নামের জাহাজটিতে ১০৬ জন ছিল। রোববার (১৮ ডিসেম্বর) রাতে এটি ডুবে যায়।
সোমবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ৭৫ জনকে উদ্ধার করা হয়। তবে এখনো ৩১ জন নিখোঁজ রয়েছেন। তাছাড়া বেঁচে যাওয়াদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ঝড়ের সময় শক্তিশালী ঢেউয়ের কারণে জাহজাটি সমুদ্রে চলে যায়। এরপরই দুর্ঘটনাটি ঘটে। এইচটিএমএস সুখোথাই ১৯৮৭ সাল থেকে ব্যবহার করা হচ্ছে।
থাই নৌবাহিনী জানিয়েছে, ডুবে যাওয়া জাহাজটি থেকে পানি অপসারণের সরঞ্জামসহ তিনটি ফ্রিগেট, দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছিল। তবে প্রবল বাতাসের কারণে তা ব্যর্থ হয়।
এমএসএম