পুলিশের বাধা পেরিয়ে খালেদার শ্রদ্ধা


প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬

পুলিশের বাধা অতিক্রম করেই একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর মৎস্য ভবন এবং দোয়েল চত্বরে দু’বার পুলিশের বাধার মুখে পড়ে খালেদা জিয়ার গাড়ি বহর। অজনা কারণেই পুলিশ খালেদার গতি রোধ করে বলে জানা যায়। পড়ে সেখানে ছাত্রদলের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

শনিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে তিনি শহীদ মিনারে শহীদবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দলের শীর্ষস্থানীয় নেতারা এসময় তার সঙ্গে ছিলেন। এসময় ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগ ও বিএনসিসি কর্মীদের সংঘর্ষে ৯ জন আহত হন। আহতদের মধ্যে পাঁচজন ছাত্রদলের ও চারজন বিএনসিসি সদস্য।

সূত্র জানায়, শহীদ বেদীতে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসন ছাড়া কাউকে শ্রদ্ধা জানানোর অনুমতি নেই। তারপরও ছাত্রদলের নেতাকর্মীরা জুতা পায়ে বেদীতে ওঠার চেষ্টা করেন। এসয় বিএনসিসি সদস্যদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে।

পরে বেদী থেকে নামার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দীন হলা শাখার ছাত্রলীগের সভাপতি ছাত্রদলের দুই কর্মীকে মারধর করেন। আহতদের মধ্যে জনি নামে ছাত্রদলের একজনের নাম জানা গেছে। এছাড়া আতিক মাহমুদ নামে এক বিএনসিসি সদস্যও রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে ফেব্রুয়ারি উদযাপন কমিটি প্রথম প্রহরেই তাকে শ্রদ্ধা নিবেদনের অনুমতি দিলেও কী কারণে পুলিশের বাধার মুখে পড়েন তা জানা যায়নি। পুলিশও এ ব্যাপারে কোনো তথ্য দেয়নি।

শনিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে গুলশানে নিজ বাসভবন থেকে যাত্রা করে খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর। ১২টা ৫০ মিনিটে সেটি শিক্ষাভবন মোড়ে পৌঁছালে পুলিশ গতিরোধ করে।

সেখানে প্রায় ১৫ মিনিট বাকবিতণ্ডার পর তারা আবার যাত্রা শুরু করেন। এরপর এবার দোয়েল চত্বরে আবার পুলিশি বাধা মুখে পড়তে হয়। পরে ছেড়ে দিলে গাড়িবহর শহীদ মিনারের দিকে যাত্রা শুরু করে।

এএসএস/এসআই/এমএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।