বইমেলায় ফাহিম হাসানের কাব্যগ্রন্থ ‘বোকা ভাল্লুকের ডায়েরি’


প্রকাশিত: ০২:২৫ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলায় এবার ভাষাচিত্র থেকে প্রকাশিত হয়েছে প্রতিশ্রুতিশীল লেখক ফাহিম হাসানের প্রথম কাব্যগ্রন্থ ‘বোকা ভাল্লুকের ডায়েরি`। এর আগে ২০১৫ সালের বইমেলায় প্রকাশিত হয় তার ও মহিউদ্দিন কাওসার সম্পাদিত রম্য সংকলন ‘রম্য পিডিয়া ২০১৫’।

বইটি সম্পর্কে লেখক বলেন, এই শহরে হঠাৎ বোকা বনে যাওয়াটা আমাদের এক অদ্ভূত নিয়তি। প্রতিনিয়ত তবুও ছুটে চলা অজানা গন্তব্যে। চেনা পথের হঠাৎ বাঁক বদল, চেনা মুখের হঠাৎ বাঁক বদল, চেনা মুখের হঠাৎ অচেনা ছবি। এ সবই খুব নৈত্য নৈমিত্তিক ব্যাপার।  প্রিয়ার চোখের স্বপ্ন বদল,প্রিয় শহরের রুপ বদল চলছে হরহামেশাই। তবুও প্রেয়সীর নীল টিপ আর চোখের কাজল, ঘরে অপেক্ষায় মায়ের স্নেহের আঁচল আর শহরের সোডিয়াম বৃস্টি বেঁচে থাকতে শেখায়। ইচ্ছেরা ডানা মেলে বারবার। এই স্বপ্নাতুর বেঁচে থাকার প্রতিদিনের খুব কাছের অথচ দূরের খেরোখাতা এই ডায়েরি। বোকা ভাল্লুকের ডায়েরি।

সোহেল আনামের প্রচ্ছদে ৬৪ পৃষ্ঠার এ বইটির বিনিময় মূল্য ১০০ টাকা। অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ভাষাচিত্রের ৪১৫-৪১৬ নাম্বার স্টল থেকে এবং অনলাইন বুকশপ রকমারি.কমে অর্ডার দিয়ে বইটি সংগ্রহ করা যাবে।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।