বইমেলায় আতা সরকারের ক্যাবলাকান্ত


প্রকাশিত: ০৫:১৬ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

বইমেলায় পাওয়া যাচ্ছে সাহিত্যিক আতা সরকারের রম্য জার্নাল ‘ক্যাবলাকান্ত’। বইটি পাওয়া যাচ্ছে এতিহ্য’র স্টলে। মজার বইটি প্রকাশ করেছেন প্রকাশনী সংস্থা ‘কালো’। বইটির প্রচ্ছদ করেছেন মুবাশ্বির মজুমদার।

ক্যাবলাকান্তের পরিচয় বইটির ভূমিকায় তুলে ধরা হয়েছে এভাবে, `ক্যাবলাকান্তকে পরিচয় করিয়ে দিতেই হয়। একই সাথে তার আড্ডাখানাও। আমরা কতিপয় বন্ধু আর আড্ডাবাজ তার খবর রাখব, অন্য আর কাউকে জানিয়ে আনন্দের ভাগ দেব না। কিন্তু এমন-এমন গুরুত্ববাহী ভাগ্য-বিপর্যয় জাতি-বিপর্যয়ের আলামত ফুটে ওঠে, তার আওয়াজে বাগ-বাগিচায় অলি-কলি-ফুলদলও ফুটতে ভুলে যায়। চারপাশের সবকিছুই যেমন প্রকাশ্য হচ্ছে, এমনকি জঙ্গীবাদ ফ্যাসিবাদ বিপ্লববাদ আন্ডারগ্রাউন্ড সবাই যেমন মাথার উপর দুর্বাঘাস আর ধুলোমাটি সরিয়ে প্রকাশ্য হচ্ছে, সেখানে শ্রীমান ক্যাবলাকান্ত কেনইবা চিরস্থায়ী আন্ডারগ্রাউন্ড থাকবে?’

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।