ছাগল বিক্রি করে শৌচাগার নির্মাণ


প্রকাশিত: ০৬:২৯ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

বাড়িতে শৌচাগার নেই দীর্ঘদিন ধরে। শেষে ছাগল বিক্রি করে শৌচাগার নির্মাণ করলেন ভারতের ছত্রিশগড়ের ১০৪ বছরের এক বৃদ্ধা। রোববার মাওবাদী অধ্যুষিত রাজন্দজগাঁও জেলায় কেন্দ্রীয় সরকারের `আর্বান মিশন` প্রকল্পের উদ্বোধন উপলক্ষে ওই বৃদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় তার পা ছুঁয়ে প্রণাম করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানে অংশ নেওয়া ওই বৃদ্ধা ছত্রিশগড়ের ধামতারি জেলার কোটাবাড়ি গ্রামের বাসিন্দা। গ্রামের স্বাস্থ্য ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনলেন কুঁয়ার বাই নামের ওই বৃদ্ধা।

অনুষ্ঠানে রাজন্দগাঁওয়ের দুটি উন্নয়ন ব্লক অম্বাগড় চৌকি ও ছুরিয়াকে প্রকাশ্যে মলত্যাগমুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করেন নরেন্দ্র মোদি। তিনি বেলেন, প্রত্যন্ত গ্রামে বসবাসকারী ১০৪ বছর বয়সের এক বৃদ্ধা, যিনি টিভি দেখেন না, সংবাদপত্র পড়েন না। কিন্তু যে ভাবেই হোক, তার কাছে স্বচ্ছ ভারত অভিযানের বার্তা পৌঁছেছিল। ছাগল বিক্রি করে নিজের বাড়িতে প্রথমে তিনি শৌচাগার গড়েন। তারপর পুরো গ্রামকে এ ব্যাপারে অনুপ্রাণিত করেন।

ভারতের বহু প্রত্যন্ত এলাকার মতোই কয়েক মাস আগেও কুয়ার বাইয়ের গ্রামের ত্রিসীমানায় শৌচাগারের অস্তিত্ব ছিল না। বাসিন্দারা মল-মূত্র ত্যাগ করতেন খোলা মাঠ অথবা জঙ্গলে। তবে এতে পরিবর্তন আনেন ওই বৃদ্ধা। কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত প্রকল্পের প্রচারে সাড়া দিয়ে নিজের বাড়িতে শৌচাগার তৈরির সিদ্ধান্ত নেন।

 দুটি শৌচাগার নির্মাণ করতে নিজের ৮-১০টি ছাগল বিক্রি করে দেন তিনি। নব-নির্মিত শৌচাগার প্রতিবেশীদের দেখিয়ে গণসচেতনতা গড়ে তোলেন। যার ফলে, কয়েক মাসের মধ্যে কোটাবাড়ি গ্রামের প্রতিটি বাড়িতে শৌচাগার তৈরি হয়েছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।