পানিতে ভেঙে পড়ল যাত্রীবাহী হেলিকপ্টার (ভিডিও)
হাওয়াইয়ের ওয়াহু দ্বীপ থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। কপ্টারটিতে কানাডার একই পরিবারের চারজন সহ ৫ যাত্রী ছিলেন। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।
প্রত্যেকেই প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন এক কিশোর। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেলিকপ্টারের পাইলট এয়ার ট্রাফিক কনট্রলারের কাছে রেডিও বার্তায় জানান, এতে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে, তিনি বিপদে পড়েছেন। এরপরই পানিতে আঁছড়ে পড়ে ওই হেলিকপ্টারটি।
কপ্টারটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে এক ট্যুর গাইড এবং ঘটনাস্থলে থাকা লোকজন উদ্ধারকাজে নেমে পড়েন। হেলিকপ্টার ভেঙে পড়ার এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
ভিডিও-
এসআইএস/এবিএস