ভূত ডটকম নিয়ে বইমেলায় আবিদ আজম


প্রকাশিত: ০৯:৩৪ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

অমর একুশে গ্রন্থমেলায় এসেছে তরুণ লেখক ও সাংবাদিক আবিদ আজমের গল্পের বই `ভূত ডটকম`। উত্তম সেনের প্রচ্ছদে এবং ধ্রুব এষ ও সৈয়দ এনায়েত হোসেনের অলঙ্করণে চাররঙা বই প্রকাশ করেছে ঝিঙেফুল। বইমেলার ৬৩১-৩২ নং ষ্টলে পাওয়া যাবে বইটি। সদ্য প্রকাশিত বইটি সম্পর্কে আবিদ আজম বলেন, পেশাগত ব্যস্ততার কারণে লেখালেখির সময় কম পাই, তবু হৃদয়ের তাগিদেই লিখতে হয়। আর যেহেতু কেউ কেউ আমার লেখা পছন্দ করে তাই বই না বেরুলে মনে হয় বইমেলাটাই মাটি হয়ে গেল।

ভূত ডটকম ছাড়াও এবারের মেলায় তার সম্পাদনা ও গ্রন্থনায় এসেছে সাহিত্যের প্রধানতম কবি আল মাহমুদের নতুন কবিতার বই `তোমাকে হারিয়ে কুড়িয়ে পেয়েছি`। বইটি প্রকাশ করেছে জয়তী। এ প্রসঙ্গে আবিদ জানান, `আমি যেহেতু অনেকদিনে ধরে মাহমুদ ভাইয়ের সাহিত্য নিয়ে কাজ করছি, সেজন্য তার  অধিকাংশ লেখার শ্রুতিলিখন আমাকেই করতে হয়। কিংবদন্তী এই কবির বই সম্পাদনা করার যোগ্যতা কিংবা স্পর্ধা আমার নেই, তবু ভালবাসার ফলে একটা অধিকার জন্মে গেছে। আর মাহমুদ ভাই মনে করেন এখনকার তরুণরা অনেক পরিণত। ফলে আমিই শুধু নই, কবি আল মাহমুদের সময়ের পরবর্তী দেশের প্রায় সব তরুণ লেখকই তার আশ্রয়-প্রশ্রয় পেয়ে নিজেকে শাণিত করতে পেরেছেন।

ইতোমধ্যে আবিদের চারটি এককগ্রন্থ প্রকাশ হয়েছে। গল্পের বই- আমাদের ক্লাশে একটি পরী আছে, বইখোকো ভূত এবং ছড়া-কবিতার বই খসড়া ছড়ার পসরা ও একটা ছড়া লুকিয়ে ছিলো মায়ের আঁচল তলে পাঠক সাদরে গ্রহণ করেছে। ছড়া এবং শিশুসাহিত্য নিয়ে কাজ করলেও আবিদ মূলত ছোট-বড় সবার জন্যই লিখতে পছন্দ করেন। লেখালেখি আর সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন প্রায় একযুগ ধরে। তবু লেখালেখিতে বর্তমানে অনিয়মিত কেন? `আসলে লেখালেখি আমার কাছে মনে হয় জগতের সবচেয়ে যন্ত্রণার কাজ। কিছু লিখতে হবে শুনলে আগের রাতে ঘুম হয়না, গায়ে জ্বর এসে যায়। তবু লেখি কারণ, আমার কাছে মনে হয় লেখক এবং সৃষ্টিশীল মানুষরাই জগতের যথার্থ সামাজিক জীব, বাকিরা পারিবারিক। আর আমার ধারণা এখনো আমার প্রস্তুতি পর্ব শেষ হয়নি। স্বীকার করছি, লেখকদের মাঝে মধ্যে স্থবিরতা আসে, যাকে মানুষ `রাইটার্স ব্লক` বলে। এই সময়টা মৃত্যু যন্ত্রণার মতো`।

প্রকাশের অপেক্ষায় রয়েছে আবিদ আজম সম্পাদিত মুক্তিযুদ্ধের সেরা কিশোর গল্পের ও আল মাহমুদের সাক্ষাৎকার সমগ্র। বিভিন্ন গণমাধ্যমে কাজ করার পর আবিদ আজম বর্তমানে `ব্রডকাষ্টিং জার্নালিষ্ট` হয়ে কাজ করছেন দেশের শীর্ষস্থানীয় একটি রেডিও ষ্টেশনে। শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতা আবিদের পেশা ও নেশা হিসেবে নিলেও তার চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে মা, মাটি আর মানুষ।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।