ডক্টরেট ডিগ্রি নিলেন না মোদি


প্রকাশিত: ১১:১৫ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট ডিগ্রি নিতে রাজি হননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসেন মোদি। এসময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মোদিকে ওই ডিগ্রি দেওয়ার কথা জানালে তিনি তা নিতে অস্বীকার করেন।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষ প্রশাসক হিসেবে প্রধানমন্ত্রীকে ওই অনুষ্ঠানে সাম্মানিক ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে আসার আগেই নরেন্দ্র মোদিকে ডিগ্রি দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু তিনি এ সাম্মানিক ডিগ্রি নিতে রাজি হননি।

মোদি বলেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, এটার জন্য আমি যোগ্য নই, এ প্রস্তাব আমি বিনীতভাবে ফিরিয়ে দিচ্ছি। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোদি বলেন, বিশ্ব যে চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে রয়েছে, ভারতকেও সেই চ্যালেঞ্জ অতিক্রম করার চেষ্টা করতে হবে।

এবারই প্রথম নয়, এর আগেও মোদি সাম্মানিক ডিগ্রি নিতে রাজি হননি। ২০১৪ সালে যুক্তরাষ্ট্র সফরের সময় লুইজিয়ানা বিশ্ববিদ্যালয় নরেন্দ্র মোদিকে সাম্মানিক ডিগ্রি দিতে চেয়েছিল। সে প্রস্তাবও ফিরিয়ে দেন মোদি।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।