মাথা ভেদ করে গেল লোহার রড : তবুও বেঁচে নির্মাণশ্রমিক


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

মাথার সামনের ওপরের অংশ ভেদ করে সাত ফুট লম্বা একটি লোহার টুকরা পেছন দিয়ে বের হয়েছে। পাঁচঘণ্টা ধরে দীর্ঘ অপারেশনের পর চিকিৎসকরা ওই লোহার টুকরা মাথা থেকে বের করে আনতে সক্ষম হয়েছেন। চিকিৎসকরা বলছেন, ভারতীয় এই নির্মাণ শ্রমিকের পুরোপুরি সুস্থ্য হতে তিন মাস সময় লাগবে।

সোমবার ব্রিটশি দৈনিক ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ বছর বয়সী নির্মাণ শ্রমিক মোহাম্মদ গুড্ডু মুম্বাইয়ের মালাদে সিমেন্টের সঙ্গে ইট বালু মেশাচ্ছিলেন। এসময় ভবনের ওপর থেকে হঠাৎ একখণ্ড রড তার মাথার সামনের অংশ ভেদ করে পেছন দিয়ে বের হয়ে যায়। পরে তাকে সরকারি একটি হাসপাতালে ভর্তি করা হলে পাঁচ ঘণ্টা ধরে অপারেশন চালিয়ে লোহার খণ্ড বের করে আনেন চিকিৎসকরা।

অত্যন্ত রোমহর্ষক এই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন তার সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরা। এদের একজন জানান, ১৫ দিন আগে গুড্ডু কাজে যোগ দেন। তিনি অন্য এক জায়গায় কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ চিৎকার শুনে এগিয়ে আসেন। কিন্তু লোহার খণ্ড মাথা ভেদ করেছে তা তিনি বিশ্বাস করতে পারছিলেন না। ওই সময় পর্যন্ত গুড্ডু স্বাভাবিক অবস্থায় ছিলেন।

তবে অপারেশনের পর গুড্ডুর শরীরের বাম পাশ প্যারালাইজড হয়ে গেছে। চিকিৎসকরা আশা করছেন, আগামী তিন মাসের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। সার্জন বাতুক ডিয়োরো জানান, এটা একটা মিরাকল ঘটনা যে এরকম আঘাতের পরও একজন বেঁচে আছেন।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।