তিন সাংবাদিক পেলেন বিজিএমইএ ও বিইউএফটি ফেলোশিপ


প্রকাশিত: ০৯:৪৫ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

তৈরি পোশাক খাতের ওপর প্রতিবেদনকারী তিন সাংবাদিককে ফেলোশিপ দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি ফ্যাশন অব টেকনোলজি (বিইউএফটি)।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রথমবারের মতো ফেলোশিপ পাওয়া সাংবাদিকদের নাম ঘোষণা করেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান।

ফেলোশিপ প্রাপ্তরা হলেন; দৈনিক কালের কণ্ঠের জৈষ্ঠ প্রতিবেদক রাজিব আহম্মেদ, ফিন্যান্সিয়াল এক্সপেসের অর্থনৈতিক প্রতিবেদক মনিরা মুন্নি, ৭১ টিভির স্টাফ রিপোর্টার জাহেদুল ইসলাম মজুমদার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ফেলোপ্রাপ্তদের পেশাগত দক্ষতা বাড়াতে আট দিনের সফরে জার্মানীতে পাঠানো হবে। তারা সেখানে ‘স্টাডি ট্যুর অন স্কিলস অ্যান্ড ইথিক্স অন বিজনেস জার্নালিজম’শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেবেন।  
 
ফেলোপ্রাপ্তরা বিজিএমইএ এবং জার্মানী সংস্থা জিআইজেডের উদ্যোগে আগামী ২৮ মার্চ থেকে ৬ জুন পর্যন্ত ফেলো স্টাডি ট্যুর এ জামার্নী যাচ্ছেন। তাদের সঙ্গে মেন্টর হিসেবে যাচ্ছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ইটিভির নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল।

সিদ্দিকুর রহমান বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি এ বছরও জার্নালিজম ফেলোশিপ ঘোষণা করছি। আশা করি সকল সাংবাদিকরা এতে আবেদন করবেন। এ বছর টিভি চ্যানেল, বাংলা পত্রিকা, ইংরেজি পত্রিকা, রেডিও এবং অনলাইন নিউজ পোর্টাল এই পাঁচ ক্যাটাগরিতে ফেলোশিপ দেয়া হবে।
 
তিনি বলেন, গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।  বিশেষ করে ২০১৩ সালের রানা প্লাজা ধ্বসের পর এ খাতে যে ইমেজ সংকট তৈরি হয়েছিল তা থেকে উত্তোরণে গণমাধ্যম আমাদের পাশে ছিল। গণমাধ্যমে সুসংবাদ প্রকাশের মাধ্যমে পোশাক খাতের সংশ্লিষ্টরা অনুপ্রেরণা পায়। যার ফলশ্রুতিতে এ খাতে শত প্রতিকূলতার মধ্যে সংকট কাটিয়ে উঠে ২০২১ সালে ৫০ বিলিয়ন রফতানির লক্ষ্য অর্জন সম্ভব হবে।

জার্মান অ্যাম্বাসেডর তমাস প্রিঞ্জ (Thomas prinz) বলেন, বাংলাদেশ পোশাক খাত অনেক এগিয়ে গেছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অসামন্য। পোশাক খাত এগিয়ে নেয়ার জন্য ভবিষ্যতেও আমরা বাংলাদেশর সঙ্গে থাকবো। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য তিনি সাংবাদিকদর আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান, ভাইস প্রেসিডেন্ট (অর্থ) মোহাম্মদ নাসির, জিআইজেড প্রোগ্রাম কো অর্ডিনেটর জোসেন উইকার্ট, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত উপস্থিত ছিলেন।
 
এসআই/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।