সৌদি নাগরিকদের লেবানন থেকে দেশে ফেরার নির্দেশ
লেবাননে বসবাসরত সৌদি আরবের নাগরিকদের দেশে ফিরতে নির্দেশ দিয়েছে রিয়াদ। লেবাননের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের অবনতি হওয়ার প্রেক্ষাপটে রিয়াদ সৌদি নাগরিকদের দেশে ফেরার এ নির্দেশ দিল।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির নাগরিকদের নিজেদের নিরাপত্তার জন্য চরম প্রয়োজন ছাড়া লেবানন সফর না করতে এবং লেবাননে বসবাসরত সব নাগরিককে দেশ ফিরে যেতে নির্দেশ দেয়। এছাড়া আমিরাত নাগরিকদের লেবানন সফর না করার জন্য সতর্ক করা হয়েছে।
গত শুক্রবার সৌদি আরব লেবাননের সামরিক বাহিনীর জন্য তিনশ` কোটি ডলারের এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সহযোগিতার জন্য একশ কোটি ডলারের প্যাকেজ স্থগিত করে। একই দিন সৌদি আরবের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, লেবানন প্রজাতন্ত্রের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ‘সমন্বিতভাবে পর্যালোচনা’ করা হচ্ছে।
সৌদি শাসকগোষ্ঠী বলছে, হিজবুল্লাহর শক্ত অবস্থানের কারণে লেবানন সৌদি আরবের সঙ্গে শত্রুতামূলক আচরণ করছে বলে রিয়াদ লক্ষ্য করেছে।
আরএস/পিআর