যুগলদের জন্য অন্যরকম আয়োজন!


প্রকাশিত: ০৫:০৫ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

কিছুদিন আগেও কেউ যদি প্যারিসে একটি কক্ষ ভাড়া করতে চাইতেন, তাকে হয়তো ২৪ ঘণ্টার জন্যই ভাড়া গুণতে হতো। অথবা তাকে ফোঁবোয়া সঁ দেঁনিতে যেতে হতো, যেখানে অল্প সময়ের জন্য ঘর ভাড়া পাওয়া যায়।

কিন্তু এখন এমন একটি ওয়েবসাইট চালু হয়েছে, যারা যুগলদের জন্য দিনের বেলায় হোটেল রুম ভাড়া করে দেয়। দায়ুশে ডট কম নামের এই ওয়েবসাইটটির ব্যবহারকারীর সংখ্যাও এখন অনেক।

দায়ুশ ওয়েবসাইটের একজন নিয়মিত ব্যবহারকারী, এলিস মনে করেন, এটি আধুনিক শতাব্দীর একটি দরকারি ব্যবস্থা। অবশ্য এটি তার ছদ্মনাম।

Paris

আমার বয়ফ্রেন্ড এবং আমি খুবই ব্যস্ত সময় কাটাই। অনেক দিন আমাদের গভীর রাতে, এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করতে হয়। তাই নিজেদের মতো করে কাটাতে যখন কিছুটা সময় পাই, আমরা সেটা ব্যবহার করার চেষ্টা করি।

প্যারিসের মধ্যে, আমাদের অফিসের কাছেই, দিনের মধ্যে কয়েক ঘণ্টা একসাথে থাকার জন্য আমাদের সুযোগ করে দিয়েছে এই ব্যবস্থাটি।

বিশ্বের আরো অনেক জায়গার মতো প্যারিসেও নিজেদের বাসার একটি রুম হোটেলের মতো ভাড়া চেয়ার রেয়াজ চালু হয়েছে।

তার ফলে প্রতিদ্বন্দ্বতিতার মুখে পড়ছে হোটেলগুলো। অথচ দিনের বেশিরভাগ সময় এসব হোটেল এমনিতেই ফাঁকা থাকে।

তাই হোটেল মালিকরা মনে করেন, এই অলস সময়ে যদি কিছু বাড়তি আয় আসে, খারাপ কি? অবশ্য শুধুমাত্র প্যারিসেই নয়, সাও পাওলো থেকে লন্ডন এবং সিঙ্গাপুরেও ব্যবসা আছে দায়ুশের। দিনের বেলায় এসব হোটেলের ভাড়া, রাতের তুলনায় অর্ধেক।

Paris

যদিও প্রতিষ্ঠানের ব্যবস্থাপক লরেঞ্জ অ্যাশট্টি বলছেন, সব শ্রেণির মানুষই তাদের ব্যবসার লক্ষ্য, তবে এতে যদি যুগলরা একটু সুবিধা পায়, ক্ষতিরতো কিছু নেই।

ডেটিং ওয়েবসাইটের কারণে অনেক সময় গ্রাহকরা হয়তো সহজেই কলগার্লদের নিয়ে এসব হোটেলের সুযোগ নিতে পারেন। হোটেল কর্তৃপক্ষের পক্ষে সেটাতো যাচাই করাও সহজ নয়। কিন্তু তা সত্ত্বেও, দায়ুশের জনপ্রিয়তা দিনদিন বাড়ছে।

এ বছর বিশ্বের আরো কয়েকটি শহরে ব্যবসা বাড়াতে তারা পনেরো মিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছে।-বিবিসি

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।