পক্ষকালব্যাপী মশক নিধন প্রোগ্রামের উদ্বোধন


প্রকাশিত: ০৭:৫৭ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

পক্ষকালব্যাপী মশক নিধন ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। বুধবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এ ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল ভিত্তিক ২৪ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত (শুক্রবার ব্যতিত) পক্ষকালব্যাপী মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম চলবে। এর আওয়তায় লার্ভিসাইডিং কার্যক্রম সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত। অন্যদিকে ফগিং কার্যক্রম চলবে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত।

জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গন থেকে পক্ষকালব্যাপী মশক নিধন ক্র্যাশ প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ রতন।

পক্ষকালব্যাপী মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আজমল হোসেন স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে মোট পাঁচটি অঞ্চলে হস্তচালিত মোট মেশিন থাকবে ২৯২টি, ফগার মেশিন ২১৪টি, হুইল ব্যারো মেশিন ২০টি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে জনবল প্রসঙ্গে জানানো হয় এতে মশক সুপারভাইজার থাকবে ১০ জন, স্প্রেম্যান ১৮৩ জন, ক্রু ১৫১ জন, কীট সংগ্রহকারী তিনজন।

এদিকে কীটনাশকের অঞ্চল ভিত্তিক হিসাবে জানানো হয়েছে, লার্ভিসাইড প্রতিদিন ৯ হাজার ১২০ লিটার, এডালটিসাইড ১১৬০ লিটার, ম্যালেরিয়া ওয়েল-বি ৮ হাজার লিটার।

এএস/এমজেড/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।