রংপুর জজকোর্টের পিপির বিরুদ্ধে হাইকোর্টে রুল
রংপুর জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মালেকের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে কোন কর্তৃত্ববলে আইনজীবী আব্দুল মালেক রংপুর জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে মামলা পরিচালনা করছেন তা জানতে চেয়েছেন। আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব, আইন মন্ত্রণালয়ের সলিসিটর ও আব্দুল মালেককে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বুধবার হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিট আবেদন কারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো.শওকত আলী।
তিনি সাংবাদিকদের জানান, ২০১৫ সালের ৫ নভেম্বর আইন মন্ত্রণালয় আব্দুল মালেককে পিপি হিসেবে নিয়োগ দেন। ‘লিগ্যাল রিমেম্বারেন্স,ম্যানুয়েল ১৯৬০ এর ১৯ ধারার চ্যাপ্টার ২ এ বলা হয়েছে একজন পাবলিক প্রসিকিউটর পদে ৬০ বছরের বেশি বয়স হলে অবসরে যেতে হয়। কিন্তু আব্দুল মালেকের বয়স প্রায় ৬৩ বছর। এরপরও তাকে ওই পদে নিয়োগ দেয়া হয়। যা অবৈধ।
এ কারণে হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করা হয়। এ রিটের শুনানি নিয়ে হাইকোর্ট চার সপ্তাহের রুল জারি করেছেন।
এফএইচ/এসকেডি/এবিএস