খালেদার সঙ্গে কারামুক্ত এমকে আনোয়ারের শুভেচ্ছা বিনিময়


প্রকাশিত: ০৮:১৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬
ছবি: বাবুল তালুকদার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য কারামুক্ত দলের স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার। বুধবার রাত পৌনে ১০টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান তিনি।

এসময় দলের চেয়ারপারসনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এমকে আনোয়ার। খালেদা জিয়াও দীর্ঘ কারাভোগের জন্য তাকে সমবেদনা জানান এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক এসময় উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় গিয়ে এমকে আনোয়ারের সঙ্গে দেখা করেন।

প্রসঙ্গত, রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান এমকে আনোয়ার।

কিন্তু অসুস্থ থাকায় ওই হাসপাতালে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। বুধবার সকালে হাসপাতাল ছেড়ে বাসায় ফেরেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

গত বছরের আগস্ট মাসে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় এমকে আনোয়ারকে কারাগারে পাঠিয়েছিলেন আদালত।

এমএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।