বইমেলায় মুুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের দুটি বই


প্রকাশিত: ০২:১৮ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ছড়াকার ও ঔপন্যাসিক সাইফুল ইসলামের দু’টি বই। এর মধ্যে রয়েছে গল্পগ্রন্থ ‘মুক্তিযোদ্ধার মা’ ও উপন্যাস ‘বিস্কুটের টিন’। ‘মুক্তিযোদ্ধার মা’ বইটির প্রচ্ছদ করেছেন গুপু ত্রিবেদি। প্রকাশ করেছে প্রকাশনী সংস্থা উত্তরাধিকার ‘৭১’। দাম ১০০ টাকা। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের স্টল নং ৫৭৭ তে বইটি পাওয়া যাচ্ছে।

এছাড়া লেখকের ‘বিস্কুটের টিন’ উপন্যাসটির প্রচ্ছদ করেছেন ক্যাব্য করিম। ‘বেহুলা বাংলা’ প্রকাশনী থেকে প্রকাশিত বইটি মেলার বেহুলাবাংলার ৫৭৭ নম্বর স্টলে পাোয়া যাবে। দাম ১৩৫ টাকা।

গল্পগ্রন্থ মুক্তিযোদ্ধার মা সম্পর্কে সাইফুল ইসলাম বলেন, সবগুলো গল্প মুক্তিযুদ্ধের বাস্তব ঘটনাকে সামনে রেখে রচনা করা হয়েছে। যেমন ‘মুক্তিযোদ্ধার মা’ গল্পে দেখা যাবে নেত্রকোনার এক থানায় ২২ ঘণ্টা ধরে যুদ্ধ চলছে। সেখানে এক নারী বাড়ি থেকে পিঠা বানিয়ে ক্ষুধার্ত মুক্তিযোদ্ধাদের জন্য নিয়ে যাচ্ছেন। এমন বাস্তব ঘটনা নিয়ে সাজানো হয়েছে বইটি। এই গল্পগুলোর মধ্য দিয়ে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ সময়কার বাস্তবচিত্র দেখতে পাবে।

‘বিস্কুটের টিন’ সম্পর্কে তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার বার্তা সারাদেশে পৌঁছে যায়। সুবেদার মেজর শওকত আলী বার্তা প্রচার করেন। এই অপরাধে ১৯৭১ সালের ২৮ এপ্রিল কোর্ট মার্শাল করে তাকে হত্যা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়েছে উপন্যাস ‘বিস্কুটের টিন’।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।