মেলায় নাহিদের ‘পঞ্চনরক’ এর দ্বিতীয় সংস্করণ
প্রথম সংস্করণ শেষ হওয়ার পর আবার বই মেলায় এসেছে সাংবাদিক ও কথাশিল্পী মুস্তাফিজুর রহমান নাহিদের উপন্যাস ‘পঞ্চনরক। এর আগে ১৭ ফেব্রুয়ারি বইটি মেলায় আসার তিন দিনের মধ্যে শেষ হয়ে যায়। এরপর কয়েক দিন বিরতির পর আবার মেলায় এসেছে তরুণ কথাশিল্পীর উপন্যাসটি। বইটি পাওয়া যাচ্ছে মেলার কুঁড়েঘর প্রকাশীর ৪১৭ এবং ৪১৮ নম্বর স্টলে। এর প্রচ্ছদ এঁকেছেন জাহেদুর রহমান রবিন।
এ সম্পর্কে মুস্তাফিজুর রহমান নাহিদ জাগো নিউজকে বৃহস্পতিবার দুপুরে বলেন, এটি ভাবতে ভালো লাগছে যে উপন্যাসটি পাঠক মহলে কিছুটা হলেও সাড়া ফেলেছে। বইটি মেলায় আসার আগে টেনশনে ছিলাম পাঠক কীভাবে গ্রহণ করবে। বইটি সস্পর্কে ইতোমধ্যে পাঠাকের মতামত পাচ্ছি। এটি আমাকে আরো উৎসাহ দেবে। আশা করছি আগামী মেলায় পাঠকদের আরো কিছু ভালো লেখা উপহার দিতে পারব।
এর আগে মেলার ১৮তম দিনে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের হাতে বইটি তুলে দেন কথা শিল্পী নাহিদ। শিক্ষামন্ত্রী নাহিদকে আরো ভালো লেখার উৎসাহ দিয়ে বলেন, লেখকরা অনেক গুনী হয়। সে কারণে তাদের দায়িত্ব অনেক।
শিক্ষামন্ত্রীকে নিজের লেখা বই উপহার দেয়া প্রসঙ্গে মুস্তাফিজুর রহমান নাহিদ বলেন, মন্ত্রীর হাতে নিজের বইটি তুলে দিতে পেরে ভালো লাগছে। শিক্ষামন্ত্রী আমার একজন প্রিয় ব্যক্তিত্ব। তাকে নিজের লেখা দিতে পেরে সত্যিই গর্বিত আমি।
এইচএস/এআরএস/পিআর