অ্যাক্রিডিটেশন কাউন্সিল চূড়ান্ত : শিক্ষামন্ত্রী


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

উচ্চ শিক্ষার মান উন্নয়নে উচ্চ শিক্ষা কাউন্সিল আইন তৈরির কাজ প্রায় চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনির্ভাসিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ এর (ইউডা) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা উচ্চ শিক্ষাকে জাতীয় উন্নয়নের চাবিকাঠি হিসেবে চিহ্নিত করেছি তাই এর গুণগত মান নিয়ন্ত্রণের জন্য অ্যাক্রিডিটেশন কাউন্সিল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছি।

নুরুল ইসলাম নাহিদ বলেন, বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গ্র্যাজুয়েট সংখ্যা বেশি। এটা যেমন প্রশংসার দাবি রাখে তেমনি আবার উদ্যোক্তারা সরকারের নিয়মনীতি অনুসরণ করেন না, যা কেবল অনৈতিক নয় আইন লঙ্ঘনের সামিল।

শিক্ষা ক্ষেত্রে যারা আইন মানবে না তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা নিয়ে কেউ বাণিজ্য করুক আমরা তার ঘোর বিরোধী। আইন অমান্য করে কোনো বিশ্ববিদ্যালয় টিকে থাকতে পারবে না।

সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউডার উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ, ইউডার বোর্ড অব ট্রাস্ট্রির প্রেসিডেন্ট অধ্যাপক মুজিব খান। সমাবর্তন বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী।

স্নাতকোত্তর ও স্নাতক (সম্মান) মিলিয়ে মোট এক হাজার ৩৬০ ছাত্র-ছাত্রীকে ডিগ্রি প্রদান করা হয়। ভালো ফল লাভ করায় সমাবর্তনে চ্যান্সেলর অ্যাওয়ার্ড স্বর্ণপদক পান আটজন শিক্ষার্থী। আর অ্যাওয়ার্ড অব মেরিট ক্রেস্ট পান ১৭ শিক্ষার্থী।

এনএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।