মুম্বাইয়ের ১৬ এলাকায় সেলফি নিষিদ্ধ


প্রকাশিত: ১০:২৩ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের ১৬টি এলাকায় সেলফি তোলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেলফি তুলতে গিয়ে অপ্রয়োজনীয় ঝুঁকি নেয়া থেকে বিরত থাকার পরামর্শ দেয়ার পর এবার সেলফি নিষিদ্ধ করা হলো।

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো ভিত্তিক তথ্য-উপাত্ত বিশ্লেষণকারী সংস্থা প্রাইস ইকোনমির তথ্য অনুযায়ী, সেলফি তুলতে গিয়ে ২০১৪ সালে সারাবিশ্বে ৪৯ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রানহানি ঘটেছে ভারতে (১৯ জন)। ১২৫ কোটি জনসংখ্যার দেশটিতে দ্রুতগতিতে স্মার্টফোনের বাজার বাড়ছে।

selfie-modi
সেলফি তোলার প্রবণতা ভয়াবহ আকার ধারণ করায় মুম্বাই পুলিশ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে বলা হয়েছে, সেলফি তোলার কিছু কিছু এলাকা বিশেষ করে কোনো ধরনের প্রতিবন্ধকতাবিহীন সমুদ্র উপকূলবর্তী স্পট এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে। এসব নিষিদ্ধ এলাকায় যে কেউ সেলফি তুললে তাকে এজন্য ১২ শ রুপি জরিমানা গুণতে হবে।

চলতি মাসে সেন্ট্রাল ইন্ডিয়ার নাশিকে বাঁধের ওপর দাড়িয়ে সেলফি তুলতে গিয়ে এক শিক্ষার্থী পানিতে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে আরেক শিক্ষার্থী নদীতে লাফিয়ে পড়লে দুজনই নিখোঁজ হয়। এমনকি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেও দেখা যায়।

সূত্র : দ্য গার্ডিয়ান।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।