শুক্রবারে ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়ার আশা প্রকাশকদের
হঠাৎ শিলা বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যাওয়া অমর একুশে বইমেলায় শুক্রবার ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেয়ার আশা করছেন প্রকাশকরা।
অন্যান্যদিনের চেয়ে সরকারি ছুটির দিন হওয়ায় আজ দর্শনার্থী ও বইপ্রেমীদের উপস্থিতি বেশি হবে। তাই এমন আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
এদিকে শুক্রবার সকালে মেলা উন্মুক্ত হওয়ার পর থেকেই দর্শনার্থী ও বইপ্রেমীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। মাসব্যাপী মেলার বিদায় ঘণ্টা বেজে ওঠায় প্রিয় লেখকের বই কিনতেই ক্রেতাদের সরব উপস্থিতি যেন প্রাণবন্ত করেছে বইমেলাকে।
বাংলা একাডেমি প্রাঙ্গন ও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে বইপ্রেমী ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে সকাল থেকেই স্টলগুলোকে সাজিয়ে প্রস্তুত হয়ে আছেন প্রকাশকরা।
তুলনামূলকভাবে দর্শনার্থীর সংখ্যা বেশি হলেও বিক্রি ভালো হচ্ছে। তবে বিকেল থেকে রাত পর্যন্ত আরো বেশি বিক্রি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রকাশকরা।
মেলায় জাগো নিউজের সঙ্গে কথা হয় রুমানা-তৌফিক দম্পতির। তারা জানান, পরিবারের আট সদস্য নিয়েই বইমেলায় এসেছেন তারা। স্বামী স্ত্রী দুজনেই চাকরি করার কারণে এতদিন মেলায় আসার সুযোগ হয়নি।
তাম্রলিপি, অন্য প্রকাশ জাগৃতিসহ বেশ কয়েকটি স্টলে অবস্থানরত প্রকাশক ও বিক্রয়কর্মীরা জানান, শুক্রবার সকাল থেকেই মেলা জমজমাট থাকে। বিক্রি বেশ ভালো হয়।
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ বইমেলা কিছুটা হলেও পুষিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা।
এমএম/এমজেড/এবিএস