আন্দামানে টহল বাড়াচ্ছে চীন


প্রকাশিত: ০৪:২৯ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

ভারতের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি পানি সীমায় গণমুক্তি নৌবাহিনীর ডুবোজাহাজের টহল দেয়ার ঘটনা বাড়িয়েছে চীন। অন্যদিকে আন্দামান এবং নিকোবরে নিরাপত্তা জোরদার করছে ভারত। পাশাপাশি এ দুই এলাকায় দ্রুত গতিতে সামরিক অবকাঠামো বাড়িয়ে চলছে ভারত।

গত মঙ্গলবার আন্দামান এবং নিকোবরের কাছাকাছি পানি সীমায় চীনের ডুবোজাহাজকে সহায়তাকারী জাহাজের উপস্থিতি ভারতের রাডারে ধরা পড়েছে। তাতে ধারণা করা হচ্ছে, ওই এলাকার আশেপাশে এক বা একাধিক চীনা ডুবোজাহাজ ঘোরাঘুরি করছে।
 
ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় ১২শ` কিলোমিটার দূরে অবস্থিত এ দ্বীপপুঞ্জ। এর পাঁচশ’ কিলোমিটারের মধ্যেই যে কোনো সময়ে চীনা নৌবাহিনীর জাহাজের উপস্থিতি দেখতে পাওয়া যায়। এ দুই এলাকায় ভারতের প্রচুর সেনা সম্পদ রয়েছে। তাই এ এলাকায় চীনা নৌবহরের উপস্থিতিকে গুরুত্বের সঙ্গেই নিয়েছে ভারত।

অবশ্য গত কয়েক বছর ধরেই বিশেষ করে গত ১২ মাসে আন্দামান এবং নিকোবরে সামরিক অবকাঠামো জোরদার করার জন্য আদাপানি খেয়ে কাজ করছে ভারত। এ এলাকায় ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। আরো রাডার বসানোর পদক্ষেপ নেয়া হয়েছে।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।