সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১০ ফেব্রুয়ারি ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

তেলের উৎপাদন কমাচ্ছে রাশিয়া, দাম বাড়লো বিশ্ববাজারে

জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির উপ-প্রধানমন্ত্রী অ্যালেকজান্ডার নোভাক জানিয়েছেন, মার্চে দৈনিক পাঁচ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করা হবে। সম্প্রতি রুশ তেল ও এ সম্পর্কিত পণ্যের ওপর পশ্চিমারা মূল্যসীমা বেঁধে দেয়।

ভূমিকম্পে মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়ালো

তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর দেখা গেছে, দেশ দুইটিতে মৃতের সংখ্যা বেড়ে ২২ হাজার ছাড়িয়েছে। ঘটনার চারদিন পরও ধ্বংসস্তূপে চাপা পড়া লোকজনকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা।

ভারতে বিবিসিকে নিষিদ্ধের আবেদন খারিজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কিত বিবিসির তথ্যচিত্র ‘দ্য মোদী কোয়েশ্চেন’ নিয়ে বিতর্ক চলছেই। দেশটিতে বিবিসির সম্প্রচার নিষিদ্ধ করার দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দেশটির শীর্ষ আদালত হিন্দু সেনার সেই মামলা খারিজ করে দিলো। বিচারপতি সঞ্জীব খান্না ও এমএম সুন্দরেশের বেঞ্চের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ভুল ধারণাকে ভিত্তি করে এই মামলা করা হয়েছিল।

ব্রাসেলসে করতালি পেলেও যুদ্ধবিমান পাননি জেলেনস্কি

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রাসেলস সফরে ইউরোপীয় নেতাদের কাছ থেকে অভাবনীয় সম্মান পেলেও যুদ্ধবিমান পাওয়ার নিশ্চয়তা আদায় করতে পারেননি। ইউক্রেনকে দ্রুত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য করতে যে অনুরোধ তিনি জানিয়েছেন, তাতেও খুব আশাব্যঞ্জক কোনো উত্তর পাওয়া যায়নি।

তুরস্কে ২২ টন ত্রাণ সহায়তা পাঠালো পাকিস্তান

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে ২২ মেট্রিক টন ত্রাণ সহায়তা পাঠিয়েছে পাকিস্তান। একটি কার্গো প্লেনে এসব ত্রাণ পাঠানো হয়। এখনো তুরস্কজুড়ে পরিচালনা করা হচ্ছে উদ্ধার অভিযান। জীবিত উদ্ধার করা হচ্ছে অনেককে। খবর সিএনএনের।

এবার ১০০ ঘণ্টা পর ৬ জনকে জীবিত উদ্ধার

ভূমিকম্পের ১০০ ঘণ্টা পর ধ্বংসস্তূপে আটকে পড়া একই পরিবারের ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার কর্মীরা তুরস্কের দক্ষিণাঞ্চলের ইস্কেন্ডারানে ধসে পড়া একটি ভবন থেকে তাদের উদ্ধার করে। খবর আল-জাজিরার।

এবার ২০ শতাংশ কর্মী ছাঁটাই করছে ইয়াহু

তথ্য-প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানগুলোতে কর্মী ছাঁটাইয়ের হিড়িক পড়েছে। এবার আরেক প্রতিষ্ঠান ইয়াহু ইনকর্পোরেশন জানিয়েছে, ‘অ্যাড টেক ডিভিশন’ থেকে ২০ শতাংশেরও বেশি কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে তারা। এতে চাকুরি খোয়াবেন ১৬০০ জনেরও বেশি কর্মী।

২ বছর পর ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে পেলেন ট্রাম্প

আমেরিকার বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা ২ বছর পর অবশেষে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছে। বৃহস্পতিবার (৯ ফেবুয়ারি) মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএসএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।