নোংরা পরিবেশে খাবার বিক্রির দায়ে ২ হোটেলকে জরিমানা


প্রকাশিত: ১১:০০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

নোংরা পরিবেশে খাবার বিক্রি ও অনিয়মের দায়ে চট্টগ্রাম মহানগরীর দুই হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এ অভিযান পরিচালনা করেন।

হোটেল দুটি হল কোতোয়ালী থানাধীন জামালখান মোড় এলাকার দাওয়াত রেস্টুরেন্ট এবং এনায়েত বাজার এলাকার হোটেল ক্যাফে জুবিলী। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর -৪০ ধারায় এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, অভিযানকালে দেখা যায় দাওয়াত রেস্টুরেন্ট মাছ মাংস সংরক্ষণের জন্য যে ফ্রিজ ব্যবহার করা হচ্ছে তা নোংরা ও অপরিষ্কার। মিনারেল ওয়াটার এর (৫০০ মিলি) গায়ে মূল্য লেখা আছে ১৫ টাকা কিন্তু তারা নিচ্ছেন ২০ টাকা, অন্যদিকে সেভেন আপের বোতলে মূল্য লেখা রয়েছে ১৫ টাকা(২০০মিলি) টাকা তারা মূল্য নিচ্ছেন ২৫ টাকা।

এসকল অনিয়মের জন্য দাওয়াত রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অভিযানকালে উপস্থিত থেকে ফ্রিজ পরিষ্কার করানো হয়।

এ ছাড়া অভিযানকালে দেখা যায়, হোটেল ক্যাফে জুবিলীতে অত্যন্ত নোংরা পরিবেশে সংরক্ষণ করা হচ্ছে মাছ এবং মাংস। এ বিষয়ে হোটেল মালিককে ফ্রিজ এত নোংরা কেন? জিজ্ঞেস করা হলে উত্তরে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলেন, ‘স্যরি, স্যার। ভুল হয়ে গেছে স্যার, স্যার ক্ষমা চাচ্ছি।’

এসকল অনিয়মের জন্য হোটেল ক্যাফে জুবিলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং নষ্ট মালামাল ড্রেনে ফেলে ধ্বংস করা হয়।

জীবন মুছা/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।