সহপাঠীর দেহে এইচআইভি সন্দেহে শিক্ষার্থীদের স্কুলত্যাগ


প্রকাশিত: ০৩:৩৬ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

শ্রীলঙ্কার পশ্চিম অঞ্চলের একটি স্কুলে ৬ বছর বয়সী এক ছাত্রের এইচআইভি সংক্রমণ আছে এমন সন্দেহে ওই স্কুলটির বাকি শিক্ষার্থীরা স্কুল ত্যাগ করেছে।

শিশুটির মা বিবিসিকে বলেছেন, শিশুটির বাবার মৃত্যুর পর তার এইচআইভি সংক্রমণ ছিল বলে গুজব ছড়ানো হয়।

যদিও শিশুটি ‘এইচআইভি সংক্রমণ মুক্ত’ বলে ছাড়পত্র দেয়া হয়েছে তবুও সন্তানকে স্কুলে ভর্তির জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।

১০টি স্কুলে ভর্তির চেষ্টা করার পর শেষ পর্যন্ত একটি স্কুলে ভর্তি করাতে সক্ষম হলেও, স্কুলে ক্লাসের প্রথমদিনেই প্রতিষ্ঠানটির বাকি ১৮৬ জন শিক্ষার্থীকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে যান তাদের অভিভাবকরা।

জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।