পাকিস্তানে সালমান তাসিরের হত্যাকারীর ফাঁসি কার্যকর


প্রকাশিত: ০৩:৫১ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক গভর্নর সালমান তাসিরের হত্যাকারী মুমতাজ কাদরির ফাঁসি কার্যকর করা হয়েছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে আদিয়ালা কারাগারে ফাঁসি কার্যকর করা হয়। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

স্থানীয় পুলিশের শীর্ষ এক কর্মকর্তা জানান, সোমবার ভোরে আদিয়ালিয়া কারাগারে কাদরির ফাঁসি কার্যকর হয়েছে। এক কারা কর্মকর্তাও ফাঁসি কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন। মুমতাজ কাদরির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালের ৪ জানুয়ারি দিনের বেলাতেই ইসলামাবাদের কোহসার মার্কেটে কাদরি ২৮টি গুলি করে তাসিরকে হত্যা করেন। একই বছরের ১ অক্টোবর তাসিরকে হত্যায় মৃত্যুদণ্ডের রায় দেয় দেশটির একটি আদালত। কাদরির দাবি, দেশটির ব্লাসফেমি আইনের সমালোচনা করায় তিসারকে তিনি হত্যা করেছেন।

জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।