আত্মসমর্পণ করে জামিন আবেদন মিন্টুর
ফাইল ছবি
নাশকতার ৭ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু রাজধানীর সিএমএম আদালতে আত্মসর্পণ করে জামিন আবেদন করেছেন।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জামিনের আবেদন জানান মিন্টু। দুপুরে তার মামলাগুলোর শুনানি হওয়ার কথা রয়েছে।
রাজধানীর পল্টন ও শাহবাগ থানায় দায়ের করা নাশকতার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গত কয়েক মাস ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
জেএইচ/এমএস