প্রধান বিচারপতির বাড়ির পাশ থেকে সিলিন্ডার উদ্ধার
মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বাড়ির পেছন থেকে একটি এলপি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার তিলকপুর গ্রাম থেকে পুলিশের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে সিলিন্ডারটি উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রতিবেশি অশ্বিনী কুমার সিংহ সকালে প্রধান বিচারপতির বাড়ির পশ্চিম দিকে প্রায় ২০০ ফুট দূরে লাল রঙের বস্তুটি দেখতে পান। বিষয়টি কমলগঞ্জ থানা পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে ওই স্থানটি ঘিরে রাখে। পরে বিকেল ৩টার দিকে সিলেট থেকে পুলিশের একটি বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে এলপি গ্যাসের সিলিন্ডারটি উদ্ধার করে।
এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহ জালাল জানান, বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসেছিল। এটি একটা গ্যাস সিলিন্ডার। বিপজ্জনক কিছু নয়। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে- কারা কেন এখানে সিলিন্ডারটি রেখেছিল।
এআরএ/পিআর