পর্দা নামছে বইমেলার


প্রকাশিত: ০১:১৮ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

পর্দা নামছে অমর একুশে বইমেলার। টানা ২৯ দিন চলার পর সোমবার রাত ৮টায় এ বছরের জন্য বইমেলার সমাপ্তি ঘোষণা করা হবে। কোনো প্রকার অঘটন ছাড়াই মেলার শেষ হতে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে মেলা কর্তৃপক্ষ। মেলার সার্বিক চিত্র তুলে ধরে এক সংবাদ সম্মেলনের আয়োজনও করা হয়েছে আজ।

book
১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্ধোধন করেন প্রধামমন্ত্রী শেখ হাসিনা। প্রতিদিন বিকেল সাড়ে ৩টায় মেলা শুরু হয়ে চলে রাত ৮টা পর্যন্ত। তবে ছুটির দিনগুলোতে বেলা ১১টা থেকে দুপুর ১টা এবং বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার কার্যক্রম চলে।

book
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান সন্তোষ প্রকাশ করে বলেন, ‘সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কোনো প্রকার অঘটন বা হিংসাত্মক কর্মকাণ্ড ছাড়া মেলা সমাপ্ত হওয়ায় সবার মধ্যেই স্বস্তি কাজ করছে।’

book
নান্দনিক নকশার মধ্য দিয়ে এবার মেলা অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষ এবারে মেলায় এসে প্রাণ খুলে ঘুরতে পেরেছে, নিশ্বাস নিতে পেরেছে। মাঝের রাস্তাটি ফাঁকা করে দেয়ায় মেলার পরিধিও বেড়েছে।’

book
মেলা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেন, ‘সকলের সহযোগিতায় মেলাটি এবারে পূর্ণতা পেয়েছে। এবারের ত্রুটি আগামীতে দূর করে মেলার সামগ্রিক পরিবেশ আরো সমৃদ্ধ করা হবে।’

লেখক স্বকৃত নোমান বলেন, ‘প্রাণের মেলা শুরু থেকেই প্রাণে প্রাণে ভরে উঠেছিল। মেলার পরিবেশও  ভালো ছিল। নিরাপত্তা নিয়েও সকলে সন্তোষ প্রকাশ করেছে বলে মনে হয়।’

book
তিনি আরো বলেন, এবারের মেলায় প্রচুর বই এসেছে। এই কারণেই বেশি সংখ্যক মানহীন বই এসেছে বলে মনে করি। তবে এটিও ইতিবাচক। কারণ প্রতিটি বই-ই পাঠক তৈরি করে। আর পাঠকের কারণেই লেখার মান বাড়ে।

সময় প্রকাশানীর স্বত্বাধিকারী ফরিদ আহমেদ বলেন, ‘মেলার শেষ দিকে বৃষ্টি মেলায় বিড়ম্বনা সৃষ্টি করে। সময় বাড়ালে ভালো হতো। এরপরেও শান্তিপূর্ণ পরিবেশে মেলা অনুষ্ঠিত হওয়াতে আমরা সকলেই আনন্দিত।’

এএসএস/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

আরও পড়ুন