এবারের মেলায় নতুন বই ৩ হাজার ৪৪৪টি
অমর একুশে গ্রন্থমেলায় এ বছর নতুন বই এসেছে ৩ হাজার ৪৪৪টি। মেলায় গত বছর নতুন বই প্রকাশ পেয়েছিল ৩ হাজার ৭০০টি। গত বছরের তুলনায় এবার নতুন বইয়ের সংখ্যা কমেছে।
বই প্রকাশের হার কমলেও এবার কবিতার বই প্রকাশে এগিয়ে। গত বছর নতুন কবিতার বইয়ের সংখ্যা ছিল ৮৭৭টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৯টি। অর্থাৎ গতবারের চেয়ে এবার ৬২টি কবিতার বই বেশি প্রকাশ হয়েছে। তবে নতুন উপন্যাস কমেছে এবার। গতবার যেখানে ৬২৯টি উপন্যাস এসেছিলো, এবার এসেছে ৫২৯টি।
মেলার শেষ দিন বাংলা একাডেমির তথ্য অনুযায়ী, এবার ফেব্রুয়ারিজুড়ে মেলায় বই এসেছে উপন্যাস ৫২৯, প্রবন্ধ ১৯৭, কবিতা ৯৩৯, গবেষণা ৪৫, ছড়া ১১২, শিশুতোষ ১৬২, জীবনী ৮১, রচনাবলি ১২, মুক্তিযুদ্ধ ১০১, নাটক ১২, বিজ্ঞান ৫৩, ভ্রমণ ৫৪, ইতিহাস ৪৮, রাজনীতি ১৫, স্বাস্থ্য ২৫, কম্পিউটার ৯, রম্য ১৮, ধর্মীয় ৩২, অনুবাদ ২৫, অভিধান ৬, সায়েন্স ফিকশন ৪৫ এবং অন্যান্য ৪২১টিসহ মোট ৩ হাজার ৪৪৪টি।
এএসএস/একে/পিআর