৪টি বোয়িং কিনতে বিমানকে অর্থায়ন করবে সোনালী ব্যাংক
২০১৯-২০ অর্থবছরে সরবরাহের জন্য বাংলাদেশ বিমানের নির্ধারিত ৪টি ৭৮৭-৮০০ উড়োজাহাজের পিডিপি অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে সোনালী ব্যাংক (ইউকে) লিমিটেড। বাংলাদেশ বিমান সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এ খাতে অর্থায়নে চূড়ান্ত প্রস্তাব সংগ্রহে শিগগির নেগোশিয়েশন বৈঠক অনুষ্ঠানে সোনালী ব্যাংক ইউকে লিমিটেডের সঙ্গে যোগাযোগ করবে বিমান কর্তৃপক্ষ।
বিমানের একজন সাবেক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে বলেন, ২০০৮ সালে বাংলদেশ বিমান ৪টি ৭৭৭-৩০০ ইআর, ৪টি ৭৩৭-৮০০ উড়োজাহাজ কেনার জন্য যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সঙ্গে ক্রয় চুক্তি করে। ওই চুক্তির আওতায় ২০১১ সালে বিমান ২টি এবং ২০১৪ সালে ২টি মোট ৪টি ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ এবং ২০১৫ সালে ২টি ৭৩৭-৮০০ উড়োজাহাজ বোয়িং কোম্পানি থেকে ডেলিভারি নেয়। চুক্তি অনুসারে ৪টি অর্থাৎ ৭৮৭-৮০০ উড়োজাহাজের ডেলিভারি ২০১৯-২০ সাল নির্ধারণ করে।
তিনি আরো জানান, ১৩৬ দশমিক শূন্য ৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নেয়ার জন্য ২০১৪ সালের ২৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয় গ্যারান্টি প্রদানের নীতিগত সম্মতি দেয়। তারই ধারাবাহিকতায় ৪টি ৭৮৭-৮০০ উড়োজাহাজের পিডিপি অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে সোনালী ব্যাংক (ইউকে) লিমিটেড।
আরএম/এসকেডি/এবিএস