সিএনজি অটোরিকশা চালকদের মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি
সিএনজি অটোরিকশা চালকদের বিরুদ্ধে আনীত সকল মামলা প্রত্যাহার করে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা (সিএনজি) ড্রাইভার্স ইউনিয়ন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সিএনজি চালকদের জেল জরিমানা ও কারাবন্দীদের মুক্তির দাবিতে এবং রেকারিং এর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে চালকরা বলেন, দীর্ঘ কয়েক মাস যাবৎ সামন্য অপরাধের কারণে সিএনজি চালকদের জেল জরিমানা দেয়া হচ্ছে। ইতোমধ্যে কয়েকশ’ চালকদের সাজা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
যেসব চালকদের জেল দেয়া হয়েছে তাদের প্রত্যক পরিবার মানবেতর জীবন যাপন করছে জানিয়ে তারা বলেন, গতকাল রাজধানীর সদরঘাটে প্রায় ১শ’ চালককে বিভিন্ন মেয়াদে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেয়া হয়েছে।
সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক কামাল আহমেদ, সহ-সভাপতি বাবলু ফকির, মিজান খান, সাংগঠনিক সম্পাদক নূর মোর্শেদ প্রমুখ।
এএস/এসএইচএস/আরআইপি