ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতা আবুর ঘাটতি অপূরণীয়


প্রকাশিত: ০৮:২১ এএম, ০২ মার্চ ২০১৬

ঠাকুরগাঁওয়ের ৯০ দশকের বিএনপির ছাত্রনেতা রেজওয়ানুল হক আবুর মৃত্যুকে দলের অপূরণীয় ঘাটতি হিসেবে দেখছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ছাত্র নেতা। তার এই অকাল মৃত্যুতে জেলার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

রেজওয়ানুল হক আবু তৎকালীন বিএনপি সরকারের কৃষি প্রতিমন্ত্রী ও বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী ছিলেন।

জানা গেছে, ২০০৭ সালে তৎকালীন কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহর নিয়ে ঠাকুরগাঁও যাওয়ার পথে দিনাজপুরের বীরগঞ্জ কবিরাজ হাট এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন আবু ও তার পরিবার। এ দুর্ঘটনায় আবুর পরিবারের ৪ সদস্য ঘটনাস্থলেন মারা যান। এসময় গুরুতর আহত হন আবু। তখন থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসার জন্য একাধিকবার দেশের বাইরে গেলেও শেষ পর্যন্ত সুস্থ হয়ে ওঠেননি তিনি।

৯০ দশকের ছাত্রনেতা ও সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকেরুল্লাহ জানান, আবু ছিল রাজনীতির প্রতীক। তার শূন্যতা অপূরণীয়। রাজনীতিতে তার এই ঘাটতি কাউকে দিয়ে পূরণ হবার নয়।

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের ছাত্রদলকে সংঘবদ্ধ করতে সবচেয়ে বড় অবদান ছিল আবুর। সকল মানুষের আস্থাভাজন ছিলেন তিনি।

বর্তমান জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ জানান, আমার রাজনৈতিক গুরু আবু ভাই। তার কারণেই আজ আমি জেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি। তার কার্যক্রম আমাকে অনুপ্রাণিত করতো সব সময়।

ঠাকুরগাঁওয়ের পৌর মেয়র ও জেলা বিএনপির সহ-সভাপতি মির্জা ফয়সাল আমিন জানান, আবুকে আমরা বলতাম সকল অঙ্গ সংগঠনের সভাপতি। সে সকল নেতাকর্মীদের প্রাণ ছিল। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

উল্লেখ্য, ঠাকুরগাঁও সরকারি কলেজে পড়ার সময় ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন আবু। পরবর্তীতে ১৯৮৮ সালে ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তখন থেকেই ঠাকুরগাঁও বিএনপির হাল ধরেন তিনি। কম সময়ে সকলের মাঝে জনপ্রিয় হয়ে উঠলে ছাত্রদলের কাউন্সিল থেকে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।

এরপর ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এলে বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবুকে তার ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেন।


রবিউল এহ্সান রিপন/এফএ/আরএস/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।