ভেজাল পানি বিক্রি : ১০ জনকে জেল-জরিমানা


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০২ মার্চ ২০১৬

রাজধানীর জনসংশ্লিষ্ট প্রধান সমস্যার মধ্যে একটি হচ্ছে পানি। ঢাকায় বিশুদ্ধ পানির অভাব প্রকট। এ কারণে স্বাস্থ্য সচেতন মানুষ মাত্রই পয়সা খরচ করে পানি কিনে খান। তবে রাজধানীতে যদি অবৈধ প্যাকে ভেজাল পানি বিক্রি হয় তবে জনসমস্যা জন অস্বাস্থ্যেরও কারণ হয়ে দাঁড়ায়।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে এমনই অবৈধ পানির কারখানা ও খাদ্য উৎপাদনকারী কারখানা আবিষ্কার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

অভিযানে অনিরাপদ পানি বাজারজাত করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ১০ জনকে জেল ও জরিমানা প্রদান এবং ৩ টি প্রতিষ্ঠান বন্ধ করে র‌্যাব।

র‌্যাব-২ এর উপ-পরিচালক মেজর মো. মুশফিকুল হক জাগো নিউজকে বলেন, সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ী সরকারি নিয়মনীতি উপেক্ষা করে বেশি লাভের আশায় অনৈতিকভাবে ওয়াসার পানি সঠিকভাবে বিশুদ্ধ না করে তা বাজারজাত করে আসছেন। এসব পানি পান করে মানুষের বিভিন্ন ধরনের পানিবাহিত রোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে।

অবৈধ কারখানার খবরে র‌্যাব-২ এর একটি বিশেষ দল নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের পরিচালনায় কারওয়ান বাজারে অভিযান চালায়। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই’র কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

অভিযানকালে দেখা যায়, বিভা পানি কারখানা, সাত্তার পানি কারখানা এবং আজাদ পানি কারখানা নামের প্রতিষ্ঠানগুলোর কোনো লাইসেন্স নেই। প্রতিষ্ঠান তিনটি ওয়াসার লাইন হতে পরিশোধন বা ফিল্টারিং ছাড়াই নোংরা পরিবেশে পানি বোতলজাত করছে। কারখানাগুলিতে কোন প্রকার বায়ো-কেমিস্ট বা মান-নিয়ন্ত্রক কোন কিছুই দেখা যায়নি।

water

এসময় অবৈধ উপায়ে পানি বোতলজাত করে বাজারে বিপণন করার অপরাধে প্রতিষ্ঠানের মালিকসহ ৮ জনকে আটক করা হয়। পরে অস্বাস্থ্যকর ভাবে প্রস্তুতকৃত ২০ লিটারের ১২৯টি জার ধ্বংস করাসহ বিএসটিআই কর্তৃক ৩টি পানির পাম্প জব্দ করা হয়।

আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালত ‘বিভা পানি কারখানা’র ম্যানেজার আনিস মোল্লা ও কর্মী মো. ফারুক, ‘সাত্তার পানি কারখানা’র ম্যানেজার মো. জসিমকে এবং ‘আজাদ পানি কারখানা’র রুবেল মিয়া, মামুন, রিপন ও মো. শাহজাহান’কে এক লাখ টাকা জরিমানা,অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

পাশাপাশি কারখানা ৩টি বন্ধের নির্দেশ প্রদান করেন আদালত। এছাড়াও একই এলাকায় অন্তর ক্লিনিং ওয়াটার নামক আরো একটি প্রতিষ্ঠানে নোংরা পরিবেশে পানি উৎপাদন ও বাজারজাত করার অপরাধ ম্যানেজার মো. খোকনকে ১০ হাজার টাকা জরিমানা করেন আাদলত।

এছাড়া ৮৭, তেজতুরী বাজারে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘সুপার এনিটাইম’ এর বিরুদ্ধে বিএসটিআই এর অনুমোদন ব্যতীত লোগো ব্যবহার করে খাদ্যসামগ্রী উৎপাদন, মজুদকরণ ও বিপননের প্রমাণ মেলে।

এজন্য প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. আবদুর রহমান ও প্রধান কারিগর মো. মহসিনকে ১৯৮৫ সনের বিএসটিআই অধ্যাদেশ এর ১৯/২৪ ধারা মোতাবেক উভয়কে ১ লাখ করে মোট ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে প্রত্যেককে ২ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

জেইউ/এসকেডি/আরআইপি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।