বরিশাল বিভাগে ১২৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার


প্রকাশিত: ০৩:০৪ পিএম, ০২ মার্চ ২০১৬

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বুধবার বরিশাল বিভাগের ৬ জেলায় ১২৩ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রত্যাহার করা চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী ৮১ জন, বিএনপির বিদ্রোহী ১২ জন, জাতীয় পার্টির ৪ জন এবং স্বতন্ত্র ২৬ জন।

যার মধ্যে বরিশাল জেলায় আওয়ামী লীগের বিদ্রোহী ২১, বিএনপির বিদ্রোহী ৩, জাতীয় পার্টির ৩ জন এবং স্বতন্ত্র  ৯ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বরগুনা জেলায় আওয়ামী লীগের বিদ্রোহী ১০ জন, বিএনপির বিদ্রোহী ১ জন ও স্বতন্ত্র ৪ জন।

পটুয়াখালী জেলায় আওয়ামী লীগের বিদ্রোহী ১১, বিএনপির ২ ও স্বতন্ত্র ৫ জন। ঝালকাঠীতে আওয়ামী লীগের ও জাতীয় পার্টির ১ জন করে। পিরোজপুর জেলায় আওয়ামী লীগের ১৫ জন, বিএনপির বিদ্রোহী ৩ ও স্বতন্ত্র ৭ জন।

ভোলায় আওয়ামী লীগের বিদ্রোহী ২০ জন, বিএনপির বিদ্রোহী ৩ এবং স্বতন্ত্র ১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বরিশাল বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের একটি সূত্র জানায়, প্রাথমিকভাবে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে।  তবে নিশ্চিত হতে হলে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সাইফ আমীন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।