মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় উপজেলা বিএনপির সেক্রেটারি নিহত


প্রকাশিত: ০৯:২৯ এএম, ০৩ মার্চ ২০১৬

মানিকগঞ্জে সড়ক দুর্টনায় ঘিওর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা বারের আইনজীবী বজলুল হক (৬২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নুরুল হক (৫৬) নামে একজন।

বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় একটি মাটিভর্তি ট্রাক তাদের মোটরসাইকেলে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গ্রমের বাড়ি ঘিওর থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল মানিকগঞ্জ সদরে আদালতে যাচ্ছিলেন বজলুল হক ও নূরুল হক। নুরুল হক মোটরসাইকেলটি চালাচ্ছিলেন এবং বজলুল হক পেছনে বসা ছিলেন।

ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় পৌঁছালে বিপরীতগামী মাটিবাহী একটি ট্রাক সামনে থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা দুজনেই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। উন্নত চিকিৎসার জন্য বজলুল হককে ঢাকায় নেয়ার পথে অবস্থার অবনতি হলে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুপুরে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নুরুল হককে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছে।
 
বজলুল হকের মৃত্যুতে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান শোক জানিয়েছেন।

বৃহস্পতিবার বাদ আসর ঘিওর সরকারি ডিগ্রি কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বি.এম খোরশেদ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।