পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবি
পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ)। পাশাপাশি কল্যাণপুর পোড়া বস্তির ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণের দাবিও জানায় সংগঠনটি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।
নিজেদর মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ঢাকা শহরের প্রায় ৪৫ শতাংশ মানুষ বস্তিতে থাকে। সে হিসেবে বস্তিবাসীর সংখ্যা ৭০ লাখ। প্রত্যককেই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ঐক্যবদ্ধ হতে হবে। আর যেন একটি বস্তিতেও কেউ আগুন দিতে না পার, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
তারা বলেন, অতিসত্ত্বর উচ্ছেদকৃতদের পুর্নবাসন, ক্ষতিপূরণ প্রদান এবং বস্তি উচ্ছেদ বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো।
মুক্তিযুদ্ধের আদর্শের নামে গণতন্ত্র হত্যার উৎসব চলছে উল্লেখ করে বক্তারা বলেন, আজ দেশে আধুনিক জমিদারি প্রথা বিরাজমান। জনগণের টাকায় মন্ত্রী আমালাদের আরাম আয়েশ করে আর এদিকে জনগণ বস্তিতেও থাকতে পারে না। তাদের এ বিলাসী জীবনধারা বন্ধ করতে হবে। জনগণের টাকায় জনগণের সেবা নিশ্চিত করতে জনগণকেই আন্দালনে নামতে হবে।
সংগঠনটির সভাপতি ফয়জুল হাকিমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, সংগঠনটির ঢাকা অঞ্চলের সভাপতি জিয়া উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার। এছাড়াও ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর পক্ষে উপস্থিত ছিলেন শেফালী বেগম, আজহার আলী, আনোয়ার হোসেন, জয়নাল হক প্রমুখ।
এএস/জেএইচ/পিআর