ভারত

‘মোদী হটাও, দেশ বাঁচাও’ লেখা পোস্টার লাগিয়ে গ্রেফতার ৮

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫২ পিএম, ৩১ মার্চ ২০২৩
ছবি: সংগৃহীত

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে ‘আপত্তিকর’ পোস্টার লাগানোর অভিযোগে গুজরাটে আটজনকে গ্রেফতার করা হয়েছে। পোস্টারটিতে লেখা ছিল ‘মোদী হটাও, দেশ বাঁচাও’। আম আদমি পার্টি (এএপি) রাজ্যজুড়ে মোদীবিরোধী পোস্টার প্রচারণা শুরুর মাত্র একদিন পরেই এ ঘটনা ঘটলো। খবর এনডিটিভির।

আহমেদাবাদ পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে। পুলিশ বলছে, ‘আপত্তিকর’ পোস্টারগুলো ‘অননুমোদিত উপায়ে’ শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল।

 আরও পড়ুন>> মোদীকে ‘চোর’ বলায় রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড

গুজরাট এএপি প্রধান ইসুদান গাধভি বলেছেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা তাদের দলীয় কর্মী। তিনি বিজেপি’কে ‘স্বৈরাচার’ বলে অভিযুক্ত করেছেন এবং দাবি করেছেন, দলটি ‘ভয় পেয়েছে’, গ্রেফতারের ঘটনাগুলো তারই লক্ষণ।

গাধভি এক টুইটে বলেছেন, বিজেপির স্বৈরাচার দেখুন! ‘মোদী হটাও, দেশ বাঁচাও’ পোস্টার নিয়ে গুজরাটে আম আদমি পার্টির কর্মীদের ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় জেলে পাঠানো হয়েছে! এটি মোদী ও বিজেপির ভয় না হলে আর কি? আপনি যত চান চেষ্টা করুন! আম আদমি পার্টির কর্মীরা লড়ে যাবে।

আরও পড়ুন>> মোদীর বাড়ির সামনে অবস্থান ধর্মঘটের হুঁশিয়ারি মমতার

jagonews24

সম্প্রতি ভারতজুড়ে ১১টি ভাষায় ‘মোদী হটাও, দেশ বাঁচাও’ প্রচারণা শুরু করেছে এএপি। ইংরেজি, হিন্দি, উর্দুর পাশাপাশি গুজরাটি, পাঞ্জাবি, তেলেগু, বাংলা, ওড়িয়া, কন্নড়, মালায়ালাম এবং মারাঠি ভাষা এই পোস্টার প্রকাশ করা হয়েছে।

গত সপ্তাহে ভারতীয় প্রধানমন্ত্রীকে নিয়ে হাজার হাজার পোস্টার লাগানো হয়েছিল দেশটির রাজধানী দিল্লিতে। এর জেরে কঠোর অভিযান শুরু করে পুলিশ, যাতে ৪৯টি এফআইআর নথিভুক্ত করা হয় এবং ছয়জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে দুজন ছিলেন একটি ছাপাখানার মালিক।

আরও পড়ুন>> ‘কীসের ভয়ে’ দিল্লির বদলে কলকাতায় ধরনায় বসলেন মমতা?

দিল্লি পুলিশ বলেছে, সরকারি সম্পত্তির অবমাননা করায় এবং আইন মোতাবেক পোস্টারগুলো যেখানে ছাপা হয়েছিল সেই ছাপাখানার নাম লেখা না থাকায় এসব লোককে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনার প্রতিক্রিয়ায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ব্রিটিশরা পর্যন্ত স্বাধীনতা আন্দোলনের সময় তাদের বিরুদ্ধে পোস্টার লাগানো ব্যক্তিদের গ্রেফতার করেনি।

আরও পড়ুন>> ঝুঁকিপূর্ণ জেনেও ধর্মানুভূতির ভয়ে ভাঙা হয়নি মন্দিরের কূয়ার ছাদ, নিহত ৩৫

তিনি বলেছেন, এমনকি স্বাধীনতার আগে যখন স্বাধীনতাসংগ্রামীরা পোস্টার লাগাতেন, তখন ব্রিটিশরা তাদের বিরুদ্ধে কোনো এফআইআর বা ব্যবস্থা নেয়নি। ব্রিটিশ শাসনামলে ভগত সিং অনেক পোস্টার লাগিয়েছিলেন। তার বিরুদ্ধে একটিও এফআইআর দায়ের হয়নি।

গত বছর গুজরাট নির্বাচনে আম আদমি পার্টি পাঁচটি আসন জিতেছে এবং ১৩ শতাংশ পপুলার ভোট পেয়েছে। তবে বিজেপি প্রত্যাশিতভাবেই ১৮২ আসনের বিধানসভায় ১৫৬টিতে জেতার রেকর্ড গড়েছে।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।