ট্রাম্পের ফোনালাপ ফাঁস


প্রকাশিত: ১১:৫৪ এএম, ০৫ মার্চ ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ ফাঁস করেছে হ্যাকার গোষ্ঠী অ্যানোনিমাস। আন্তর্জাতিক এ গোষ্ঠীটি বলছে, ডোনাল্ড ট্রাম্পের ফোন হ্যাক করে তারা অন্তত ২০১২টি ফোনালাপ রেকর্ড করেছেন।

ফোরচ্যান ওয়েবসাইটের মাধ্যমে ট্রাম্পের এসব ফোনালাপ ফাঁস করা হয়েছে। ফোনালাপে নির্বাচনী লড়াইয়ে ট্রাম্পকে সমর্থন দেওয়ায় দেশটির নেতৃস্থানীয় বিভিন্ন ব্যক্তি, গণমাধ্যম, আর্থিক সহায়তাকারীদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।

ফাঁস হওয়া একটি ফোনালাপে ডোনাল্ড ট্রাম্প দেশটির টেলিভিশন চ্যানেল এমএসএনবিসির উপস্থাপক জো স্কারবরো, মিকা জেজিন্সিকি ও ট্যামরুন হলকে রিপাবলিকান দলের প্রাইমারি ক্যাম্পেইনে সহায়তার জন্য ধন্যবাদ জানান।

এছাড়া একটি ফোনালাপে টেলিভিশন বিতর্কে ট্রাম্পকে অভিবাসী নীতি নিয়ে প্রশ্ন করার কথা জানান এমএসএনবিসি উপস্থাপক জো স্কারবরো। এ সময় ট্রাম্প বলেন, কঠিন প্রশ্ন করা ঠিক হবে না।

ফোরচ্যানে ফাঁস করে দেওয়া ট্রাম্পের এসব ফোনালাপের সত্যতা এখনো শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা জানানোর পর গত ডিসেম্বরে ব্যাপক বিতর্কের মুখে পড়েন ট্রাম্প। পরে আন্তর্জাতিক হ্যাকার গোষ্ঠী অ্যানোনিমাস ১২ ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।