তুরস্কে পত্রিকা নিয়ন্ত্রণের প্রতিবাদে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ


প্রকাশিত: ০২:৫৬ এএম, ০৬ মার্চ ২০১৬

তুরস্কের বৃহত্তম সংবাদপত্র যামানের নিয়ন্ত্রণ সরকারের হাতে চলে যাওয়ার পর ইস্তাম্বুলে পত্রিকাটির কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেছেন শত শত সমর্থক। পাঁচশ’য়ের বেশি সমর্থক বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

রাজধানী ইস্তাম্বুলে গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে এক বিক্ষোভ কর্মসূচি পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে গেছে। বাক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করে তাদের থামানো যাবে না বলে শ্লোগান দিচ্ছিলেন বিক্ষোভকারীরা। সেসময় বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।

পত্রিকাটি তাদের ওপর সরকারি নিয়ন্ত্রণের তীব্র নিন্দা জানিয়েছে। তাদের বেশকিছু কর্মীকে ছাটাই করা হয়েছে। শনিবারের সংস্করণে পত্রিকাটি তুরস্কের সংবাদ মাধ্যমের ইতিহাসে দিনটিকে কালো দিবস হিসেবে উল্লেখ করেছে।

পুলিশের বিরুদ্ধে কোনো ধরনের সহিংস কিছু করেনি বিক্ষোভকারীরা। তবুও তাদের বাধা দেয়া হয়েছে। এ বিষয়ে ইস্তাম্বুলের সাংবাদিক আব্দুল্লাহ আয়াসুন বলেন, ‘পুলিশ আমাদের প্রধান কার্যালয়ে এসে জল কামান ও টিযার গ্যাস নিক্ষেপ করেছে। তারা আমাদের সমর্থকদের ছত্রভঙ্গ করেছে।’

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।