তুরস্কে যামান পত্রিকার নিয়ন্ত্রণ নিয়েছে সরকার


প্রকাশিত: ০২:৩৫ এএম, ০৫ মার্চ ২০১৬

তুরস্কের বৃহত্তম যামান সংবাদপত্রের অফিসে অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার ইস্তাম্বুলে অবস্থিত পত্রিকাটির প্রধান ভবনে প্রবেশ করে পুলিশ। দেশটির একটি আদালত পত্রিকাটিতে সরকারি নিয়ন্ত্রণের নির্দেশ দেয়ার কয়েক ঘণ্টা পরই পুলিশ সেখানে তল্লাশি চালায়।

আদালতের নির্দেশনা পাওয়ার পর যামানের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে তুরস্ক কর্তৃপক্ষ। পত্রিকাটি সরকারি নিয়ন্ত্রণ গ্রহণের প্রতিবাদে একদল বিক্ষোভকারী এর সদর দফতরে প্রবেশের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

যামান যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের হিজমেত আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। তুরস্কের কর্তৃপক্ষের দাবি হিজমেত একটি সন্ত্রাসী গোষ্ঠী। হিজমেতের অনেক সমর্থককে গ্রেফতার করা হয়েছে।

যামানের প্রধান সম্পাদক এ ঘটনাকে দেশ ও গণতন্ত্রের জন্যে একটি অন্ধকার অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন। সংবাদমাধ্যমের ওপর তুরস্কের এধরনের সিদ্ধান্তের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।