আজকের ধাঁধা : ০৬ মার্চ ২০১৬
ধাঁধা :
১. ‘ঘাসের ডগায় ভোরবেলা,
মুক্তা ঝকমক করে।
একটুখানি টোকা দিলে,
ঝরঝরিয়ে পড়ে।’
২. ‘ঘরের মধ্যে ঘর,
ঘরে ডুকে মর।’
৩. ‘ঘেউ ঘেউ করি না,
চুপচাপ দেই পাহারা।
শরীর ঠান্ডা যে রয়,
বলতে পারেন কারা?’
৪. ‘চলে অবিরাম
টিক টিক টিক,
কোনো কথাতেই
বলে ঠিক ঠিক।’
উত্তর :
১. শিশির
২. মশারি
৩. তালা
৪. ঘড়ি
এসইউ/এমএস