গুজরাটে সতর্কতা জারি
গুজরাটে সন্ত্রাসী হামলার আশংকায় সতর্কতা জারি করা হয়েছে। রাজ্য পুলিশকে এবিষয়ে সতর্ক করেছে গোয়েন্দা সংস্থা। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুরো রাষ্ট্রে সতর্কতা জারি করেছে পুলিশ। খবর এনডিটিভি।
খবরে বলা হয়েছে, রাজ্যে ১০ সন্দেহভাজন সন্ত্রাসী প্রবেশ করেছে। তারা যে কোনো সময় হামলা চালাতে পারে।
এদিকে, সন্ত্রাসীদের গ্রেফতারে নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে গঠিত বেশ কয়েকটি টিম ইতোমধ্যেই বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে। এই অভিযানের অংশ হিসেবে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের একটি দল আহমেদাবাদে পৌঁছেছে।
ধর্মীয় উপাসনালয়সহ বিভিন্ন স্থানে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ এবং সেনা মোতায়েন করা হয়েছে।
টিটিএন/এমএস