কাশ্মীরে জি-২০ সম্মেলনের আয়োজন, সমালোচনা পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১২ এপ্রিল ২০২৩
ছবি সংগৃহীত

কাশ্মীরের শ্রীনগরে জি-২০ সম্মেলনের একটি বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বিবৃতি দিয়েছে পাকিস্তান। মে মাসে শ্রীনগরে বৈঠক আয়োজনের পরিকল্পনা প্রকাশ্যে আসতেই ভারতের কড়া সমালোচনায় সরব পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, শ্রীনগরে বৈঠকের আয়োজন করে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে ভারত।

মে মাসের ২২ থেকে ২৪ তারিখ পর্যন্ত শ্রীনগরের মাটিতে জি-২০র পর্যটন সংক্রান্ত বৈঠক হবে। ভারতের নানা প্রান্তেই জি-২০ সম্মেলনের একাধিক বৈঠক হয়েছে। কিন্তু শ্রীনগরের মতো স্পর্শকাতর জায়গায় এই প্রথম আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন হবে। শ্রীনগর ছাড়া লেহ ও লাদাখেও এই সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন>বিশ্বে প্রথম পাখিদের ভাইরাসে মানুষের মৃত্যু

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় ভারতের অবস্থানের তীব্র বিরোধিতা করে জানায়, জম্মু-কাশ্মীরকে নিজেদের অধিকৃত অঞ্চল হিসেবে দেখাতে চাইছে ভারত। পাকিস্তান এই আচরণের তীব্র নিন্দা করছে।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক ক্ষেত্রে এখনো সমস্যা রয়েছে কাশ্মীর নিয়ে। ভারত যদি সেখানে জি-২০ সম্মেলনের আয়োজন করে, তাহলেও এই সত্যিটা পাল্টে যাবে না। এমন আচরণ করে ভারত প্রমাণ করে দিল আন্তর্জাতিক মহলে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে কাজ করতে তারা ব্যর্থ।

যদিও ভারতের পক্ষ থেকে এই বিবৃতির কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।