আবারো উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ


প্রকাশিত: ১০:১৪ এএম, ১০ মার্চ ২০১৬

উত্তর কোরিয়া আবারো দু’টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দেশটির পূর্ব উপকূলীয় ওনসান থেকে এ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ দুই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫০০ কিলোমিটার (৩১০ মাইল)। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর পিয়ং ইয়ং এক বিবৃতিতে হুশিয়ারি দিয়ে বলছে, যৌথ উদ্যোগে চালু হওয়া দক্ষিণ কোরিয়ার কায়েশংয়ের শিল্পাঞ্চল এলাকা থেকে পিয়ংইয়ংয়ের সম্পদ উদ্ধার করা হবে।

এমন এক সময় পিয়ং ইয়ং এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো যখন দক্ষিণের সঙ্গে পারমাণবিক অস্ত্র ইস্যুতে ব্যাপক উত্তেজনা চলছে। এর শুরু হয়েছিল গত জানুয়ারিতে।

 আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই সময় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এছাড়া দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার মাঝেই এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো পিয়ংইয়ং।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।