ওয়ার্ক পারমিটে সুখবর দিলো আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ২৪ মে ২০২৩
ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতে কর্মীরা এখন থেকে তিন বছরের ওয়ার্ক পারমিট (কাজের অনুমতি) পাবে। দেশটির কর্তৃপক্ষ নতুন এই নিয়মের ঘোষণা দিয়েছে। এর আগে আমিরাতে একজন কর্মী দুই বছরের ওয়ার্ক পারমিট পেতো। ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের অনুমোদনের পর দেশটি থেকে এই সিদ্ধান্ত এল। খবর অ্যারাবিয়ান নিউজের।

আরও পড়ুন: দিনমজুরের ব্যাংক অ্যাকাউন্টে ১০০ কোটি রুপি!

মূলত সংযুক্ত আরব আমিরাতে কাজ করতে হলে বৈধ ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যে কর্মচারী তাদের কোম্পানির সঙ্গে প্রবেশনারি সময়কালের পরে ন্যূনতম এক বছর থাকবে তারা এই সুবিধা পাবে। তবে উভয় পক্ষকেই সময় বাড়ানোর ক্ষেত্রে রাজি থাকতে হবে।

দেশটির সরকারের এই সিদ্ধান্তে কর্মচারীদের পাশাপাশি কোম্পানিও লাভবান হবে। কারণ তাদের ওয়ার্ক ভিসার জন্য আবেদন খরচ কমে যাবে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া-ভারতের অভিবাসন চুক্তি সই

তাছাড়া কোনো কর্মচারীর চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে ওয়ার্ক পারমিটের ফি মওকুফ করারও পরামর্শ দিয়েছে কমিটি।

সংযুক্ত আরব আমিরাত দেশটির সব কর্মচারীদের জন্য একটি বেকারত্ব বীমা প্রকল্পও চালু করেছে। এই উদ্যোগটি ১ জানুয়ারি চালু করা হয়, যা সব কর্মীদের জন্য বাধ্যতামূলক।

এমএসএম/টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।