বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা অসম্ভব


প্রকাশিত: ০১:১১ পিএম, ১১ মার্চ ২০১৬

বৈবাহিক ধর্ষণকে আইনের দৃষ্টিতে অপরাধ হিসেবে গণ্য করার দাবি দীর্ঘদিনের হলেও গত বছরই ভারতের সুপ্রিমকোর্ট একটি মামলার শুনানির সময় এই দাবি খারিজ করে দিয়েছিল।

দেশটির শীর্ষ আদালতের মতে, পরিবারকেন্দ্রিক ভারতীয় সমাজ ব্যবস্থায় এই ধারণার সঙ্গে এই ভাবনা খাপ খায় না। শুক্রবার একই সুর শোনা গেল ভারতের কেন্দ্রীয় সরকারের কণ্ঠে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে,  বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে চিহ্নিত করার কোনও পরিকল্পনাই আপাতত নেই।

সংসদে একটি লিখিত আবেদনের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গাঁধী বলেন, ভারতে এই ভাবনা কার্যকর করা প্রায় অসম্ভব।

তিনি বলেন, পৃথিবীর বহু দেশ এই সমস্যা নিয়ে ভাবনা চিন্তা করছে, প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছে, কিন্তু ভারতের প্রেক্ষাপটের সঙ্গে এই ভাবনা যথোপযুক্ত নয়। বিভিন্ন পর্যায়ে এ দেশে শিক্ষা, নিরক্ষরতা, দারিদ্র, অগুণতি সামাজিক রীতিনীতি ও মূল্যবোধ, ধর্মীয় ভাবনা, মানসিকতা বিয়েকে পবিত্র একটি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়েছ। এই প্রাতিষ্ঠানিক ভাবনার সঙ্গে ধর্মীয় সংস্কার এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে বৈবাহিক ধর্ষণের ধারণাটাই এ দেশে অলীক কল্পনা।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।